বিজ্ঞাপন দিন

নীলফামারীর ডিমলায় মুক্তিযোদ্ধাদের পাক হানাদার মুক্ত দিবস পালন ও আলোচনা সভা

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ “আমরা সবাই শপথ নিলাম, দুর্নীতিমুক্ত ডিমলা গড়ব কথা দিলাম” এই শপথ বােেক্যর মধ্য দিয়ে পালিত হলো ১১ ডিসেম্বর নীলফামারীর ডিমলা পাক হানাদার মুক্ত দিবস। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ১১ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্তমান প্রজন্মকে জাগ্রত করতে স্বাধীনতা যুদ্ধের ৬নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহনে আলোচনা অনুষ্ঠিত হয়। ডিফেন্স এক্স সোলজার ওয়েল ফেয়ার এসোসিয়েশন, ডেসওয়া ট্রাস্টের আয়োজনে ও স্থানীয় মুক্তিযোদ্ধাগন, নাগরিক সুজন,গণ গবেষনা ফোরাম ও বন্ধু ইলেক্ট্রনিক্স এ সহযোগীতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে উপজেলা কনফারেন্স রুমে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়। আলোচনা সভার শুরুতে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন তাঁরা। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আশরাফ আলীর সার্বিক তত্তাবধানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মকফর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ও রংপুর বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান সফিয়ার রহমান।

Post a Comment

0 Comments