বিজ্ঞাপন দিন

নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রুটে রেল চালুকরণের প্রস্তুতিমুলক সভা

আব্দুল মালেক, নীলফামারী জেলা প্রতিনিধি। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ী রুটে রেল যোগাযোগ পুনঃচালুকরণের নির্মিত্তে আগামী ১৭ ডিসেম্বর সকাল ১১ টা ৩০ মিনিট বাংলাদেশ ও ভারত দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও ভারতের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন এর প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী, এ্যাড নুরুল ইসলাম সুজন এমপি। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এমসয় উপস্থিত ছিলেন, নীলফামারী-০১ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-০৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল, সংরক্ষিত মহিলা এমপি রাবেয়া আলিম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সহ স্থানীয় সংসদ সদস্য,রেল কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশ ভারত দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন, এতে দীর্ঘদিনের যে আসা এই এলাকার মানুষের হয়েছে বলে মনে করেন

Post a Comment

0 Comments