বিজ্ঞাপন দিন

জলঢাকায় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ  নীলফামারীর জলঢাকায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার   (২২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ও কেয়ার বাংলাদেশ, প্লান বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়িত জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রেশন আউটকাম (জানো) প্রকল্পের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, অধ্যক্ষ আবেদ আলী,   উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের, মেডিকেল অফিসার ডাঃ শরিফুজ্জামান তুহিন, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসাইন,  জানো প্রকল্পের সহকারি প্রজেক্ট ম্যানেজার পোরসিয়া রহমান, উপজেলা  মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক আসাদুজ্জামান স্টালিন ও জানো প্রকল্পের ফিল্ড অফিসার খুরশিদা রহমান। এসময় ইউএনও জানো প্রকল্প থেকে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য ইউনিয়নে ইউনিয়নে মাইকিং ও ধর্মীয় প্রতিষ্ঠানে লিফলেট বিতরণের আহবান জানান। এছাড়াও তিনি  মা ও শিশুর যেন পুষ্টিকর খাবারের অভাব না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকতে বলেন। উপজেলাবাসীকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। শেষে গোলমুন্ডা উচ্চ বিদ্যালয়ে জানো প্রকল্পের আওতায় শিক্ষা উপকরণ বিতরন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও  পুষ্টি কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments