বিজ্ঞাপন দিন

ডোমারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

রতন কুমার রায়, নীলফামারী প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা দেওয়া দেওয়া হয়। কর্মসুচিগুলোর যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, নারী নেত্রী আসমা সিদ্দিকা বেবী, নাজিরা ফেরদৌসি প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। শেষে পাঁচ জন জয়িতাকে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়।

Post a Comment

0 Comments