বিজ্ঞাপন দিন

জলঢাকায় শাহ্ মোহাম্মাদ বোরহান দোহা প্রাইজমানি নাইট ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রবিউল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় হাগুড়ার ডাঙ্গা যুব সমাজের আয়োজনে শাহ্ মোহাম্মাদ বোরহান দোহা প্রাইজমানি নাইট ভলিবল টুর্নামেন্ট-২০২০ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার কাঠালি ইউনিয়নের দক্ষিণ দেশীবাই হাগুড়ার ডাঙ্গা মাঠে এ খেলায় চিলাহাটি ভলিবল একাদশকে ৩-১ গেমে পরাজিত করে নীলফামারী জনতা সংঘ। প্রথমে চিলাহাটি ভলিবল একাদশ এক গেম দেয়। এবং পরে নীলফামারী জনতা সংঘ পরপর তিনটি গেম দিলে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে তারা। উভয় দলের উত্তেজনাপূর্ণ এ খেলাটি হাজারও দর্শক উপভোগ করে। এ খেলায় মুগ্ধ হয়ে অনেক দর্শক তাদের ফেসবুক আইডিতে খেলাটি লাইভ দেখিয়েছেন। এ টুর্নামেন্টে বাংলাদেশ পুলিশের সদস্য সামসুদোহা শাহ্ সুমন এর সার্বিক তত্ত্বাবধানে ও সম্রাট শাহ্ এর সঞ্চালনায় পরিচালনা কমিটির সভাপতি সাঈদুজ্জামান সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার বোড়াগাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম। উক্ত টুর্নামেন্টের উদ্বোধক ও বরেণ্য হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাউর রহমান প্রধান মেজবা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার ফারুক হোসেন হেলাল। বিশেষ অতিথি ছিলেন ডোমার গোমনাতী এলাকার সমাজসেবক লিমন সরকার ও চিড়াভিজা গোলনা গ্রামের সমাজসেবক জুয়েল রানা ও স্বজীব শাহ্ প্রমূখ। এসময় কাঠালি ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মিজানুর রহমান শামীমের উপস্থিতিতে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রপি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। খেলা শুরুর পূর্বে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী গোলাম রব্বানী এর লাঠি খেলোয়াড় দল গ্রামবাংলার আকর্ষণীয় লাঠি খেলা পরিবেশনায় হাজারও দর্শকের মন কেড়েছে। নাইট টুর্নামেন্ট খেলা দেখতে উৎসুক জনতার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। আট টিমের এ টুর্নামেন্টে ধারাভাষ্যকারের দ্বায়িত্বে ছিলেন ডাঃ মেজবাউর রহমান প্রধান মেজবা। পরিচালনা কমিটির সদস্যরা জানায়,সুশীল সমাজ নিশ্চিতে মাদক জুয়া থেকে যুব সমাজকে রক্ষা করতে প্রতি বছর এভাবে একটা করে টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। আশা রাখছি আগামীতেও জাঁকজমকপূর্ন একটা টুর্নামেন্টের আয়োজন করা হবে।

Post a Comment

0 Comments