বিজ্ঞাপন দিন

জলঢাকায় পৌর নির্বাচনে নৌকার মাঝি হলেন মোহসীন

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সব জপ্লনা কল্পনার অবসান ঘটিয়ে পৌর নির্বাচনের জন্য নৌকার মাঝি হলেন, মোঃ মোহসীন। শনিবার রাতে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞাপনে এ মনোনয়ন নিশ্চিত হয়। উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, সাবেক চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোহসীন একজন সাদা মনের মানুষ। তাকে প্রার্থী হিসেবে পেয়ে উজ্জীবিত পৌর এলাকার জনগণ। তিনি ১৯৭৪ইং সালে রংপুর কারমাইকেল কলেজে ছাত্র ইউনিয়নের বিজ্ঞান বিষয়ক সম্পাদক হিসেবে রাজনীতিতে পদার্পন করে। পরে ১৯৯২ইং সালে উপজেলা আওয়ামীলীগে যোগদান করেন। মোঃ মোহসীন জানান আমি দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত, অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করেছি। এরই প্রতিদান হিসেবে দেশরত্ন শেখ হাসিনা আমাকে পৌর মেয়র পদে লড়াই করার জন্য নৌকা মার্কা দিয়ে মনোনীত করেছেন। এজন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমি যদি নির্বাচিত হতে পারি এই ঝিমিয়ে পড়া পৌরসভাকে চাঙ্গা করে তুলবো, ‘খ’ শ্রেণি পৌরসভা থেকে ‘ক’ শ্রেণিতে উন্নিত করবো। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল জানান মোঃ মোহসীন ভাই একজন সাদা মনের মানুষ ও প্রবীণ আওয়ামীলীগ নেতা। শেখ হাসিনা ওনাকে মনোনয়ন দিয়েছে আমরা নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করে প্রধানমন্ত্রীকে এ পৌরসভাটি উপহার দেবো। উল্লেখ্য আওয়ামীলীগের মনোনয়ন লড়াইয়ে মোঃ মোহসীন ছাড়াও সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু ও দ্বীজেন্দ্রনাথ রায় প্রতিযোগীতা করেছেন।

Post a Comment

0 Comments