বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশ মানুষ



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ  শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রানঘাতি করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণ। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পড়েছে এ সংক্রমণের হানা। আর এ করোনা সংক্রমণ প্রতিরোধে সবার মুখে মাস্ক ব্যবহার নিশ্চিতসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এছাড়াও সংক্রমণ প্রতিরোধে মাস্ক ছাড়া বাইরে বের হলেই ২০১৮ সালের সংক্রমণ বিধি আইন অনুযায়ী ৬ মাসের কারাদন্ড অথবা এক লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধানও রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এমন নির্দেশনা জারি করলেও তা মানছেন না অনেকেই। মাস্ক ছাড়া বাইরে বের হলেই জরিমানার কথা জানার পরেও নীলফামারীর জলঢাকায় পৌরশহরসহ বিভিন্ন হাটবাজারে মুখে মাস্ক ছাড়াই চলছে অধিকাংশই মানুষ। খাবার হোটেল,বিয়ের অনুষ্ঠান,খেলাধুলার অনুষ্ঠানসহ বিভিন্ন মার্কেটগুলো চলছে আগের মতই। মুখে মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন জায়গায় জরিমানা হলেও জলঢাকায় এমন দৃশ্য চোখে পড়েনি। তবে সবার মুখে মাস্ক ব্যবহার নিশ্চিতে উপজেলা প্রশাসনের কঠোর ভূমিকা চেয়েছে স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান,‘‘যারা মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে অতিদ্রুত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।’’


Post a Comment

0 Comments