বিজ্ঞাপন দিন

জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনী মধ্য দিয়ে দিবসের সূচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। পরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, সরকারী সকল দপ্তর, উপজেলা স্কাউটস, প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। পরে কালিগঞ্জ বধ্যভুমিতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, উপজেলা মাধ্যমিক অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, অধ্যক্ষ আবেদ আলী, সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, ডাক্তার খন্দকার আরিফ হাসনাাত ও বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা কমিটির সম্পাদক মর্তুজা ইসলাম। শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ভার্চুয়াল পদ্ধতিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের মহান বিজয় দিবস বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে পালন করা হয়।

Post a Comment

0 Comments