বিজ্ঞাপন দিন

মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর ডোমারে ফ্রি স্বাস্থ্য সেবা ও মাস্ক, লিফলেট বিতরণ

রতন কুমার রায়, নীলফামারী প্রতিনিধি: “নিজে বাঁচি, অন্যকে বাঁচাই মাস্ক পরে করি লড়াই” মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে ফ্রি স্বাস্থ্য সেবা ও সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে করোনা ভাইরাস সংক্রমণ রোধে শহরের বাটার মোড় স্থান হতে ভ্রাম্যমাণে দোকানদার,রিক্সাচালক, মাস্কহীন পথিকদের মাস্ক পড়িয়ে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম। নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন উপদেশ সংকবলিত লেখা লিফলেট বিতরণ করা হয়। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে ফ্রি ডায়াবেটিস পরিক্ষা, চিকিৎসা ও ঔষধ বিতরণের উদ্বোধন করেন তিনি। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানান,কর্মসূচীটি বিজয়ের মাস পর্যন্ত চলমান থাকবে। এসময় মেডিক্যাল অফিসার ডা. সুদেব চক্রবর্তী, ডা. আবুল আলা, ডা. স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বেলাল উদ্দিন, স্যানিটারী ইন্সপেক্টর আল আমিন, সিএইচসিপি সউদ বিন সজীব, জিয়াউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments