বিজ্ঞাপন দিন

জলঢাকায় সফল জননী হিসেবে জয়িতা পুরস্কার পেলেন মোছাঃ আলেয়া বেগম

বজলুর রশিদ,জল নিউজ ডেস্ক :নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় সফল জননী হিসেবে জয়িতা পুরস্কার পেলেন জলঢাকা মাথাভাঙ্গার  মোছাঃ আলেয়া বেগম l 

তিনি মাথাভাঙ্গা নিবাসী মৃত আব্দুল গফুরের স্ত্রী l মৃত আব্দুল গফুর জলঢাকা ভূমি অফিসের তহশিলদার ছিলেন l তিনি প্রায় ৩২ বছর আগে মৃত্যুবরণ করেন l আলেয়া বেগমের ৬ জন ছেলে মেয়ের মধ্যে ৪ ছেলে ও ২ মেয়ে l 

বড় মেয়ে আফরোজা পারভীন, এসএসসি পাস বর্তমানে গৃহিণী l 

প্রথম ছেলে মোঃ আশরাফুল আলম রঞ্জু রংপুর কারমাইকেল কলেজ থেকে রসায়ন বিষয়ে পড়ালেখা করে বর্তমানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে মাগুরার সদর উপজেলায় কর্মরত আছে l

দ্বিতীয় ছেলে মোঃ একরামুল হক লিটন বিএ পাস করে প্রধান শিক্ষক বর্ণমালা ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ জলঢাকায় কর্মরত আছে l 

তৃতীয় ছেলে এনামুল হক মিল্টন বিএসসি পাশ করে ডেমোনেস্ট্রেটর পদে মীরগঞ্জ হাট কলেজে কর্মরত আছে l 

চতুর্থ ছেলে ডাক্তার মোঃ ওমর ফারুক এমবিবিএস (ময়মনসিংহ মেডিকেল কলেজ) এমএস (অর্থোপেডিক্স), ৩০ তম বিসিএস করে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে,মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছে l 

ছোট মেয়ে ডাক্তার গুলশান আরা মনা,হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম পাস করে ৩০ তম বিসিএস করে বর্তমানে সিনিয়র ইন্সট্রাক্টর , আইএলএসটি,গাইবান্ধায় কর্মরত আছে l 

বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাকে সফল জননী হিসেবে জয়িতা সম্মাননা দেওয়া হয়।

Post a Comment

0 Comments