বিজ্ঞাপন দিন

নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ কর্মসূচির উদ্বোধন ও সাংবাদিক কনফারেন্স

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ ১২ ডিসেম্বর থেকে নতুন বছর ২০২১ এর ২৪ জানুয়ারি পর্যন্ত ছয় সমাপ্তব্যাপী চলবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে এই ক্যাম্পেইন চলাকালে সারা দেশের ন্যায় নীলফামারীতে ৯ মাস থেকে ১০ বছরের নিচের ৪ লাখ ৬০ হাজার ২০৬ জন শিশুকে ১ ডোজ এমআর টিকা দেওয়া হবে। শনিবার সকালে নীলফামারী পৌরসভা চত্বরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। বাংলাদেশে স্বাস্থ্য খাতের সাফল্যের কারণে নীলফামারী জেলায় পোলিও মুক্ত হয়েছে, এবার হাম-রুবেলা মুক্তও হবে ইনশাআল্লা। জেনারেল হাসপাতালের সিভিল সার্জন কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির এসব কথা বলেন। সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডঃ মোঃ রাশেবুল হোসেন, এম ও সি এস ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল, এসআইএম ডাক্তার মোঃ মাসুদুল হক ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাদের সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন এসময় উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments