মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধি॥ কুষ্টিয়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য় ভাঙ্গচুরের প্রতিবাদে নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রতিবাদ সভা করেছে উপজেলা পর্য়ায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” স্লোগানকে সামনে রেখে আজ শনিবার(১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুইয়া, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মোহাম্মদ মাহফুজুল হক ও উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ প্রমুখ। এসময় বক্তারা জাতীর জনকের ভাষ্কর্য় ভাঙ্গচুরের প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপজেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
0 Comments