বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিভিন্ন চার্চের শুভ বড়দিন পালন

জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় যীশু খ্রীষ্টের বড়দিন কেক কাটার মধ্য দিয়ে পালন করেছেন বগুলাগাড়ী জেলেপাড়া ফেইথ বাইবেল চার্চ। জানা গেছে, জলঢাকা ২৫ ডিসেম্বর সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডে প্রতিষ্ঠান ও চার্চের সহ-সভাপতি স্বপন রায়ের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালক সুখচাদ রায়, প্যানেল মেয়র রুহুল আমিন, হাফিজুর রহমান, মহিতুর রহমান, শিক্ষক জীবন রায়, দুখু মিয়া, নিদো বালা, কৈলাশ রায়, শ্যামলী রায়, নিপু বালাসহ আরও অনেকে। আলোচনায় পালক সুখচাদ রায় বাইবেল পাঠ করার মধ্য দিয়ে বলেন একমাত্র প্রানকর্তা যীশু তিনি পাপের ক্ষমাকারী তিনি আমাদের শান্তি দান করেন। কেহ কেহ তাকে বিশ্বাস করে তারাও পাপ থেকে মুক্তি পায় এবং নতুন জন্ম লাভ করে। দুপুরের ভোজ শেষে প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। অন্যদিকে গোলনা ইউনিয়নের কালীগঞ্জ ফেইথ বাইবেল চার্চ পালন করেছেন যীশু খ্রীষ্টের বড়দিন। এসময় উপস্থিত ছিলেন, পালক নিপেন রায়, বিপুল রায়, হিন্দু-বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের গোলনা ইউনিয়ন সভাপতি কানু লাল রায়, সহ-সাধারন সম্পাদক নারায়ন রায়, ফেইথ বাইবেল চার্চের সভাপতি মহিপাল রায় প্রমুখ। অনুষ্ঠান শেষে খাদ্য সামগ্রী বিতরণ করেন কতর্ৃপক্ষ। মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ী এলাকায় বড়দিন পালন করেছেন রোমান ক্যাথলিক চার্চ। এসময় উপস্থিত ছিলেন পালক গুরুহিত কেরবিন, শিক্ষক নারায়ন, প্রান কিশোর, বিশ্বজিত রায়, ফুলতি বালা, পার্বতীসহ আরও অনেকে। ঐ এলাকায় বড়দিন পালন করেছেন ইন্ময়ূ চার্চের ভক্তবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন পালক বার্নাট সরকার শুভ, ইউপি সদস্য হাবিবুর রহমান-হাবি, প্রান কিশোর, বিশ্বজিত রায়, সবুজ রায়, নির্মল রায়, কৃষ্ণা, জয়ন্তি, ভবানী, সরুবালাসহ আরও অনেকে। এ অনুষ্ঠানে বিভিন্ন ত্রান সামগ্রী ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হয়। ইভানজেলিক্যাল ফ্রেন্ড চার্চ পালন করেছেন, যীশু খ্রীষ্টের বড়দিন। এসময় উপস্থিত ছিলেন পালক সুনিল রায়, ধীরেশ রায়, মানিক রায়, উপন্দ্রে রায়, বুদা রায়, সনাতন রায়, বিশ্ব রায়, অশোক রায়, কমল রায়, হৃদয় রায়, মণিভুষন রায়, অংকন রায়, চন্দন রায়, বিপ্লব রায়, মেনোকা, ফুলবি, ময়মণিসহ আরও অনেকে। প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠার শেষ করা হয়। কাঁঠালী ইউনিয়নের বিন্যাবাড়ী এলাকায় যীশু খ্রীষ্টের বড়দিন পালন করেছেন, টালিথাকুমী চার্চ। এসময় উপস্থিত ছিলেন পালক রমানাথ রায়, অনিল রায়, সুনিল রায়, দ্বীজেন্দ্র রায়, লিটন রায়, শান্ত রায়, ফুলবানু, মিনাল, সুশান্ত, নিলা বম্র্মন, শুভাশি রানীসহ অনেকে। এসব অনুষ্ঠানে ভক্তরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের প্রভু যীশুর কাছে প্রার্থনা করেন।

Post a Comment

0 Comments