বিজ্ঞাপন দিন

জলঢাকায় এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় কর্মরত এনজিও প্রধানদের করোনাকালে আরও দায়িত্বশীল হতে বললেন ইউএনও মাহবুব হাসান। মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে এনজিও প্রতিনিধিদের সাথে সমন্বয় সভায় এমন আহবান জানান তিনি। এসময় ইউএনও মাহবুব হাসান এনজিও প্রধানদের উদ্দেশ্যে বলেন, করোনাকালে প্রতিটি এনজিওকে আরও মানবিক হতে হবে। তাদের কর্মক্ষেত্র আরও প্রসারিত করতে হবে। করোনাকালে কোন এনজিও কি কাজ করেছে তারও পর্যালোচনা করেন সমন্বয় সভায়। আগামীতে এনজিওগুলোর কর্ম পরিকল্পনা লিখিত আকারে উপজেলা প্রশাসনের নিকট জমা দেয়ার জন্য বলেন তিনি। এদিকে উপজেলায় এনজিও প্রতিষ্ঠানগুলোর উপর ক্ষোভ প্রকাশ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর। তিনি বলেন, মার্চ মাস থেকে দেশে করোনা সংক্রমন দেখা দেয়। কিন্তু আমার স্বাস্থ্য কমপ্লেক্সে কোন এনজিও কর্মীদের দেখা মেলেনি এটা দু:খজনক। অপরদিকে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, জলঢাকা উপজেলায় আত্মহত্যা প্রবণতা বেড়ে গেছে। কি কারণে হচ্ছে? কেন হচ্ছে? বিষয়গুলো নিয়ে এনজিও কর্মীদের ভাবতে হবে এবং জনগণের মাঝে এর নেতিবাচক দিক তুলে ধরতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ্ মোহাম্মদ মাহফুজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানীসহ স্ব স্ব এনজিও প্রতিষ্ঠানের প্রধানরা।  


Post a Comment

0 Comments