বিজ্ঞাপন দিন

নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে নৌকা মার্কার নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত




মর্তুজা ইসলাম,  জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় নৌকা মার্কার প্রার্থী মোহসিন আলী মাস্টারের বিজয় সুনিশ্চিত করতে ৩টি পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার বগুলাগাড়ী পেট্রোল পাম্পে স্থানীয় আ'লীগ নেতা আব্দুস সামাদের সভাপতিত্বে এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক।  এসময় আরো বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন আ'লীগ সমর্থিত নৌকা মার্কার মেয়র  প্রার্থী মোহসিন আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু, সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, আব্দুল মান্নান বিএ, শ্রমিকলীগের সভাপতি জসির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় অ্যাডভোকেট মমতাজুল হক আধুনিক বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এছাড়াও তিনি জলঢাকা পৌরসভাকে মডেল ও উন্নত পৌরসভা বিনির্মানে নৌকা মার্কার বিকল্প নাই বলে উল্লেখ করেন। এর আগে তিনি বগুলাগাড়ীর রাজারহাটে এক নির্বাচনী পথসভায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চান। শেষে তিনি চেরেঙ্গা বটতলীতে আরো একটি নির্বাচনী পথসভায় যোগদান করে উন্নত রাষ্ট্র গঠনে দলীয় প্রার্থীর জন্য ভোট কামনা করেন। উপজেলা আ'লীগের আয়োজনে এসব নির্বাচনী পথসভায় বিপুল সংখ্যক ভোটার ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।                                       

Post a Comment

0 Comments