বিজ্ঞাপন দিন

জলঢাকা থানা পুলিশের শীতবস্ত্র বিতরন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ “মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারী জলঢাকা থানা পুলিশের উদ্যোগে প্রান্তিক জন-গোষ্ঠীর পিছিয়ে পরা হত-দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। উপজেলার অন্তরগত হাটবাজারের পাহারাদার ও তৃতীয় লিঙ্গের হিজরাদেরসহ ১১টি ইউনিয়নের গ্রাম পুলিশদেরকেও শীত নিভারনের জন্য প্রত্যেকের মাঝে একটি করে কম্বল বিতরন করা হয়। বৃহস্পতিবার দুপুরে জলঢাকা থানা চত্বরে, থানা পুলিশের আয়োজনে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বি.পি.এম, পি.পি. এম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জেলা ডিবি ইন্সপেক্টর আব্দুর রহমান, জলঢাকা থানার ওসি(তদন্ত) ফজলুর রহমান ও মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিমসহ অন্যান্য পুলিশ অফিসারগন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, এস আই বিল্লাহ। সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন পুলিশ সুপার ও জলঢাকা থানার ওসিকে।

Post a Comment

0 Comments