বিজ্ঞাপন দিন

জলঢাকায় সুরক্ষা প্রকল্প আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমা বিষয়ক অবহিতকরণ সভা

মোঃ শাহ্জাহান কবির (লেলিন), জলঢাকা, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সুরক্ষা প্রকল্প আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জিবিকে এন্টারপ্রাইজ লিমিটেড এর আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ্ মোঃ মাহাফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান, সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইসতিয়াক ভূঁইয়া, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর হাসান বান্না, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোকলেছার রহমান, সুরক্ষা প্রকল্পের সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচার বাংলাদেশ ফিল্ড কো-অর্ডিনেটর (রংপুর) রফিকুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা রাসেল চৌধুরী, জিবিকে এন্টারপ্রাইজ লিমিটেডের সুরক্ষা প্রকল্পের সমন্বয়কারী তোফাজ্জল হোসেন, সম্প্রসারণ অফিসার হাবিবুর রহমান, কৃষক নুরুজ্জামান ভুট্টু, আইয়ুব আলী, ফারমার্স হাব জাহিদুল ইসলাম, কৃষক রশিদুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বে ক্ষতির শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অন্যতম । এর প্রভাবে গত বিশ বছরে প্রায় ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষি এবং কৃষক, অধিক তাপমাত্রা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খড়া, বন্যায় প্রায় ক্ষতি হয়েছে ১৪ হাজার কোটি টাকা। এই বিরুপ ঝুঁকি মোকাবেলায় একটি টেকসই উপায় হলো আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমা যা ৪ বছর মেয়াদী এ প্রকল্পটি প্রায় রংপুর ও রাজশাহী দুই বিভাগে ২ লক্ষ ৫০ হাজার প্রান্তিক কৃষকদের আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমার আওতায় আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ প্রকল্পটির আওতাভুক্ত কৃষকগণ ফসল উৎপাদনের জন্য অগ্রীম আবহাওয়া বার্তা বিনামুল্যে মোবাইলের মাধ্যমে সরাসরি প্রদান করা হয়, যাতে করে কৃষকেরা আবহাওয়া সম্পর্কে তথ্য অবগত হয়ে ফসলের সুরক্ষা নিশ্চিত করতে পারে।

Post a Comment

0 Comments