জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় পৌরসভার নির্বাচনকে ঘিরে শক্ত অবস্থানে রয়েছেন পুলিশ প্রশাসন সহ সরকারের বিভিন্ন দপ্তরের আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিন রাত কাজ করে যাচ্ছেন। এসুযোগে জমে উঠেছে পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনা। ৩০শে জানুয়ারী পৌরসভা নির্বাচনে হার জিত এর লড়াইয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীগন। শুধু পৌরশহরে নয় জলঢাকা পৌর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌরসভার ৯টি ওয়ার্ডে টহলরত অবস্থায় প্রশাসনের কঠোর নজরদারী চালাচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে আইনশৃঙ্খলা বাহিনী কর্মরত যারা কাজ করে যাচ্ছেন চোখে পড়ার মত। দায়িত্বরত অবস্থায় টহল দিচ্ছে পুলিশের দায়িত্বে থাকা ৪টি দল। নীলফামারী জেলার ডিবি, জেলা গোয়েন্দা শাখার দুটি দল ও বাংলাদেশ পুলিশের জলঢাকা থানার দুটি দল। এ নির্বাচনকে ঘিরে বসে নেই জলঢাকা থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে থাকা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। এ নির্বাচনে বাংলাদেশ পুলিশের জলঢাকা থানার ষ্টাফগন নির্ঘুম রাত কাটাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। রোববার জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদকে বলেন, আগামী ৩০ জানুয়ারী নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের থানা পুলিশ সর্বদা সজাগ আছে । নির্বাচনী আচরন বিধি কেউ যেন বিঘœ ঘটাতে না পারে সেদিকে শক্ত অবস্থানে থাকবে বাংলাদেশ পুলিশের জলঢাকা থানা। তিনি আরও বলেন তিন জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও থানা পুলিশের মোবাইল টিম, পেট্টোল ডিউটিতে নিয়োজিত আছে এবং অব্যাহত থাকবে।
0 Comments