বিজ্ঞাপন দিন

নীলফামারী সদর সহকারী কমিশনার(ভুমি) অফিসের টাকা চুরি-নৈশ্বপ্রহরী আটক



আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের আলমারী ভেঙ্গে পোনে দুই লাখ টাকা চুরি ঘটনায় নৈশ প্রহরী রানা মিয়াকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে সহকারী ভূমি কমিশনারের পক্ষ থেকে এখনো থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

পুলিশ ও ভূমি অফিস সুত্রে জানা গেছে, সদর উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ গত বৃহস্পতিবার ব্যাংক থেকে নয় লাখ টাকা তুলে এনে পেমেন্ট দেয়া হয় সাত লাখ ২৫হাজার টাকা। অবশিষ্ট পোনে দুই লাখ আলমারীতে রাখা হয়। আজ রোববার সকালে অফিস খুলে আলমারী ভাঙ্গা দেখে পুলিশকে খবর দেয়া হয়। অফিসের সিসি ক্যামেরা নষ্ট থাকায় কোন ফুটেজ পাওয়া যায়নি।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অফিস বন্ধ ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে যে এক সময় চুরি সংগঠিত হয়। এ ব্যারে নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান মুঠোফোনে জানান, ঘটনা সত্য এখনো মামলা হয়নি, তবে পুলিশ তদন্ত করছে।   

Post a Comment

0 Comments