রতন কুমার রায়, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে টানা কয়েকদিনের প্রচন্ড শীতে ছেলে-বুড়ো সব বয়সী মানুষ পড়েছে চরম বিপাকে। শীতের মাঝে উষ্ণতার সহযোগিতার হাত বাড়িয়ে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এভারগ্রীন ৮৯-৯১ ব্যাচ।
এভারগ্রীন এসএসসি-৮৯,এইচএসসি-৯১ ব্যাচ ডোমার উপজেলা’র আয়োজনে সোমবার বিকালে হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী দোলাপাড়া জামে মসজিদ মাঠে এলাকায় একশত কম্বল ও একশত সোয়েটার বিতরণ করা হয়েছে।
সমাজ সেবক নওয়াব আলীর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু।
এসময় দেবীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক আলী রেজা মোর্শেদ, ডোমার মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক লুলু-আল- মাকনুন, বামুনিয়া কালীতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম মানিক, দক্ষিণ নওদাবস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বাগডোকরা বসুনিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মায়েদুল হক বসুনিয়া তুর্য, ব্যবসায়ী তরিকুল ইসলাম শিমুল, খালিদ মাহামুদ, ডোমার রিপোর্টার্স ইউনিটির সম্পাদক আনিছুর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments