রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ৩২ জন বীরঙ্গনার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিকনমাটিস্থ শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি পাঠাগারে অপরাজয় বাংলা ফাউন্ডেশনের উদ্দ্যেগে জেলার ডোমার-৬জন, ডিমলা-১২জন ও সৈয়দপুর-১৪জন বীরঙ্গনাদের কম্বল বিতরণ করা হয়। সেসময় তাদেরকে খাবার ও নগদ টাকা দেওয়া হয়েছে।
বিতরণের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ডিন ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন ও সমন্বয়কারী হিসেবে শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা লেখক ও গবেষক মো. আল আমীন রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
0 Comments