বিজ্ঞাপন দিন

জলঢাকা পৌরসভা নির্বাচনে দুই নারী মেয়র প্রার্থী

রবিউল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা পৌরসভা নির্বাচনে প্রথম দুইজন নারী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। তারা হলেন জাতীয় পার্টির মনোনিত লাঙ্গল প্রতীকে আফরোজা পারভীন ও স্বতন্ত্র প্রার্থী সাবিনা আকতার। শনিবার (৩ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফজলুল করিম প্রার্থীদের মনোনয়ন ফরম যাছাই-বাছাই করে মেয়র পদে ওই নারীসহ মোট ৬ জনের মনোনয়ন জমা নিয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী আসন কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা নিয়েছে। এসময় একজন মেয়র প্রার্থীর কাগজপত্রে ত্রুটি থাকায় মনোনয়ন ফরম বাতিল করেছেন তিনি। মেয়র পদে মনোনয়ন অন্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোহসিন আলী মাস্টার,বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী,স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু ও শাহ মোঃ জিয়াউর রহমান চৌধুরী। ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন গোলাম রব্বানী সহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট মোট প্রার্থী ৪৩ জন। ৩টি সংরক্ষিত নারী আসনে ১৯ জন। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি এবং ১১ জানুয়ারী প্রতীক বরাদ্দ হবে। এ নির্বাচনে নারী পুরুষ মিলে মোট ৩৩ হাজার ৬ শত ৩৪ জন ভোটার আগামী ৩০ জানুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

Post a Comment

0 Comments