বিজ্ঞাপন দিন

জলঢাকায় ১৯টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ১৯টি পরিবারের প্রায় ৫০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এ সময় ৬টি ছাগল, হাঁস-মুরগী, আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাত প্রায় সাড়ে নয়টার সময় উপজেলা শিমুলবাড়ী ইউনিয়নে উত্তর বেরুবন্দ এলাকায় ঘটনাটি ঘটে। পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের নারায়ন চন্দ্র জানায়, রাতে আমরা খেয়ে-দেয়ে ঘুমানোর পরিকল্পনা করছি এমন সময় পার্শ্বের বাড়ির মহিভূষনের রান্নাঘরে আগুন লাগে। মুহুর্তেই সেই আগুন আমাদের গোটা এলাকা ছড়িয়ে পড়ে। এ সময় সবার ঘরে বৈদ্যুতিক সংযোগ থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে যায়। আমরা আগুন নিভানোর হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আগুনে পুড়ে নিঃশ্ব হওয়া ভোলানাথ জানায় আগুন লাগার সাথে সাথে আমরা হতবম্ভ হয়ে গেছি। আমরা গরু ছাগল বাঁচাবো না আমাদের সন্তান বাঁচাবো না আগুন নিভাবো কিছুই বুঝে উঠতে পারছি না। পার্শ্বের এলাকার লোকজন এসে আগুন নিভানোর আগেই সবকিছু শেষ হয়ে গেছে। আর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুনে পুড়া ছাইগুলো নিভিয়েছে। শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হক জানান, পুড়ে যাওয়া ১৯টি পরিবারের সবাই হিন্দু। আমি তাদের ব্যক্তিগতভাবে কিছু খাবার দিয়েছি। তাদের এ ক্ষতির পরিমাণ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান জানান, আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে শুকনো খাবার, কম্বল ও নগদ তিন হাজার টাকা করে প্রদান করেছি এবং আরও সরকারি ভাবে অনুদান দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Post a Comment

0 Comments