বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বর্ণের দোকান থেকে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার রাজার হাট বাজারের এক স্বর্ণের দোকান থেকে প্রান্ত মহন্ত নামের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় ওই স্বর্ণের দোকানের মালিক পরিতোষ মহন্ত প্রতিদিনের ন্যায় দোকানে আসে এবং দোকানটি বন্ধ থাকায় সন্দেহ জাগে। পাশের দোকান ব্যবসায়ীদের সহযোগিতায় কাঠমিস্ত্রি নূর আমীনের দ্বারা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখতে পায় স্বর্ণ কারখানার ঘরে কর্মচারী প্রান্ত মহন্তের ঝুলন্ত লাশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং ঝুলন্ত লাশ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ছেলেটির মাথায় সমস্যা থাকার কারণে কয়েক মাস আগে এরকম ঘটিয়েছে। প্রান্ত মহন্ত সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের আলা মহন্তের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কর্মরত ছিল। দোকান মালিক পরিতোষ মহন্ত সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের বাসিন্দা অমুল্য মহন্তের ছেলে। প্রায় দেড় যুগ ধরে রাজারহাটে সুনামের সাথে ব্যবসা করে আসছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) এ এস এম মুক্তারুজ্জামান। এছাড়াও সিআইডি ও ডিবি পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। আপাততঃ ইউডি মামলা হবে, তদন্তের সার্থে কোন কিছু বলা যাবে না, বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Post a Comment

0 Comments