রতন কুমার রায়, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জাতীয় পার্টির উদ্যোগে সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীর সহায়তায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা ও পৌর জাতীয় পার্টি’র আয়োজনে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে পৌর জাতীয় পার্টি’র সভাপতি হাবিবুল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টি’র আহবায়ক আসাদুজ্জামান চয়ন। এসময় উপজেলা জাতীয় পার্টি’র সদস্য সচিব সার্জেন্ট তৌহিদুল ইসলাম (অবঃ), যুগ্ন আহবায়ক মিজানুর রহমান জুয়েল, পৌর জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, পৌর জাপা’র নেতা রুস্তম আলী প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে ৪শত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
0 Comments