বিজ্ঞাপন দিন

জলঢাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন " জীবনতরী পাঠশালা "



বিধান চন্দ্র রায়,  বিশেষ প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে দাঁড়ালেন উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন " জীবনতরী পাঠশালা "। গত ০৭ এ জানুয়ারী রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের উত্তর বেরুবন্দ গ্রামে মুহুর্তে নিঃস্ব হয়েছে ১৯ টি পরিবার।এসব পরিবারের সদস্যদের অবর্ণনীয় দুর্ভোগ-দুর্দশা লাঘবে এগিয়ে আসে "জীবনতরী পাঠশালা"।

আজ শুক্রবার বিকেলে আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়া ১৯ টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "জীবনতরী পাঠশালা"। এতে আর্থিক ভাবে সহযোগিতা করেন ‘‘সাদাকাহ সিস্টার্স’’। খাদ্য সামগ্রী গুলোর মধ্যে ছিলো চাউল-২৫ কেজি, ডাল-১০ কেজি, আলু-১০ কেজি, পিয়াজ-২ কেজি, তেল-২ কেজি, লবন-১ কেজি। 

এসময় উপস্থিত ছিলেন জীবনতরী পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ অপিজার রহমান, সাধারণ সম্পাদকঃ আল-আমিন ইসলাম (স্বপন), সাংগঠনিক সম্পাদকঃ আরিফুজ্জামান বাবু, পাঠাগার সম্পাদকঃ হাসিদুল ইসলাম, দপ্তর সম্পাদকঃ সুমন ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদকঃ জিকরুল ইসলাম, প্রচার সম্পাদকঃ সবুজ ইসলাম, সিনিয়র সদস্যঃ মাসুম বিল্লা,আব্দুল হান্নান, আনোয়ার হোসেন রানু, মিলন ইসলাম, রিপন ইসলাম মিজু আহমেদ। 

খাবার নিতে আসা একজন উপকার ভোগী বলেন, আমাদের দুর্সময়ে আপনারা এগিয়ে এসে আমাদের পাশে দাড়িঁয়েছেন। এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।

এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃঅপিজার  রহমান বলেন, মূলত ২০১৮ সাল থেকে সমাজের অসহায় দুঃস্হ মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে ভিবিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন সামাজিক সংগঠন জীবনতরী পাঠশালা।উপজেলার দুন্দিবাড়ী মাইজালী পাড়ায় (পশ্চিম বালাগ্রাম ) একটি ফ্রী পাঠদান কেন্দ্রও রয়েছে।

Post a Comment

0 Comments