বিজ্ঞাপন দিন

মোঃ আব্দুল্লাহ আল মামুন এর কবিতা“সন্মতি চাই”

 


“সন্মতি চাই”

মোঃ আবদুল্লাহ্ আল মামুন


তোমার সন্মতি চাই, 

তোমাকে নিয়ে কবিতা লিখবো

আমার ভালোবাসা কবিতা হয়ে বেঁচে থাকবে।


শ্রাবনের দিনে বৃষ্টির খেলায়

কোন এক রাতে ভরা জোসনায়।

হেমন্তের নির্মল হাওয়ায়,

নীলশাড়ীতে আমি নীলাময় 

নীল নদীতে। 

তোমারই অপেক্ষায় !!!


সত্যিই .........

আমি আঁকছি তোমার ছবি

আমার মনের ক্যানভাসে।

তোমার চুল আমার তুলি

ঠোটের লিপিস্টিক আমার রং।

তোমার শুভ্র রংয়ের সাদা শাড়ী আমার পেপার। 


তুমি তো বর্ষা ভালোবাসো

খোপায় গুজেছি আজ সাতটা নীলপদ্ম।

পায়ে বুষ্টির নুপুর

কদম বিছানায় অপেক্ষায় বহুক্ষন।


আমি আসবো সাতটা বৃষ্টির মেঘ নিয়ে

বৃষ্টির আয়নায় আজ দেখবো তোমায়।

তোমার শরীরে আজ বৃষ্টির লাবন্য

ঠোঁটে, চিবুক, স্তনে খেলা করছি আমি আর ‍বৃষ্টি।

বৃষ্টি একবার তোমার ঠোট ছুলে আমি ছুই ৭ বার।


এভাবেই হেঁটে যেতে চাই 

অন্ধকার থেকে আলোয় শত শহস্র বছর।  

তোমার ভালোবাসায় আমার চোখ ছলছল।

আমি যে কাঁদি মেঘ তা জানে

আকাশ জানে।

শুধু জানি না আমি।

Post a Comment

0 Comments