বিজ্ঞাপন দিন

বকেয়া বেতন পরিশোধ না করায় এসএসসি’র ফরম পুরন করতে পারছেনা শিক্ষার্থীরা

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ ২০২১ সালের এসএসসি পরিক্ষার ফরম পুরনে ৬ মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় ফরম পুরন করতে পারছেন না অনেক শিক্ষার্থী। ঘটনাটি নীলফামারীর জলঢাকায় আলহেরা এডুকেয়ার হোম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। জানা যায়,এবারে এসএসসি’র ফরম পুরনে বোর্ড ফি নির্ধারন করা হয়েছে মানবিক শাখায় ১৯৪০ টাকা এবং বিজ্ঞান শাখায় ২০১০ টাকা। আলহেরা এডুকেয়ার হোম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীতে মাসিক বেতন ১৫০০ টাকা। সম্প্রতি প্রাণঘাতি করোনা ভাইরাসের সময় বিদ্যালয় বন্ধ থাকায় শুধুমাত্র অনলাইন ক্লাশ করিয়েছিল ওই বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আলহেরা এডুকেয়ার হোম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী এবং অভিভাবকদের স্মার্ট ফোন না থাকায় তারা অনলাইন ক্লাশে অংশ নিতে পারেননি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরকার বিশ্ববিদ্যালয়,স্কুল,কলেজ খোলার তারিখ নির্ধারন করেন এবং ২০২১ সালের এসএসসি পরিক্ষার ফরম পুরনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ নির্দেশ পান। এ নির্দেশ পাওয়ার পর আলহেরা এডুকেয়ার হোম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এসএসসি’র ফরম পুরনের জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে ফোন দিয়ে করোনার সময়ে বিদ্যালয় বন্ধ থাকা ৬ মাসের বকেয়া বেতন নয় হাজার টাকা এবং ফরম পুরনের জন্য দুই হাজার দুইশত টাকাসহ মোট এগার হাজার দুইশত টাকা পরিশোধ করে ফরম পুরনের কথা জানিয়ে দেন। এ দিকে ফরম পুরনে মোট এগার হাজার টাকা একসঙ্গে পরিশোধ করে সন্তানদের ফরম পুরন করতে পারছেন না ওই বিদ্যালয়ের অনেক অভিভাবক। নাম প্রকাশের শর্তে ওই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী জানান, এসএসসি’র ফরম পুরনের জন্য বাবাকে এগার হাজার টাকার কথা বলায় তারা খুব চিন্তিত হয়ে পড়েছেন,এবং করোনা ভাইরাসে ব্যবসা কম চলায় টাকা পয়সা বাড়িতে না থাকায় এখনও ফরম পুরনের টাকা দিতে পারেনি। তাই আমরা এখনও ফরম পুরন করতেও পাইনি। তবে টাকা পরিশোধ করতে না পারলে এ বছরে পরিক্ষায় অংশগ্রহন করতে পাবো কি না এ নিয়ে চিন্তায় আছি। মজিবর রহমান,ওবাইদুর রহমানসহ অনেক অভিভাবকের কাছে জানতে চাইলে তারা জানান,করোনার সময় স্কুল বন্ধ থাকায় আমার ছেলে স্কুলের বারান্দার কাছেও যায়নি। তাহলে কি জন্য আমি বকেয়া বেতনের নয় হাজার টাকা পরিশোধ করবো। আমরা কোন বকেয়া বেতন দেবো না শুধুমাত্র বোর্ড ফি দিয়ে ফরম পুরন করাবো। আলহেরা এডুকেয়ার হোম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,‘‘অভিভাবকদের নিয়ে মিটিং করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক বলেন,‘‘ আলহেরা এডুকেয়ার হোম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সরকারের অনুমোদন প্রাপ্ত হলেও প্রতিষ্ঠানটি পরিচালনা হয় ব্যক্তি মালিকানায়। তবে প্রয়োজনের বেশি টাকা নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’ উপজেলা নির্বাহী মাহবুব হাসান বলেন,‘‘ ফরম পুরনের সঙ্গে আলাদা টাকা নেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে।’’ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, আলহেরা এডুকেয়ার হোম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ফরম পুরনের সঙ্গে বেতনের টাকা চাওয়া বা নেওয়া ঠিক করেনি,এতে শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে’’

Post a Comment

0 Comments