বিজ্ঞাপন দিন

জলঢাকায় ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষা শুরু

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু সুন্দর ও নকল মুক্ত পরিবেশে ২০১৯ সনের ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ২ টা হতে রাবেয়া চৌধুরী মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে বাংলা ( আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীক্ষা কেন্দ্রের মূল গেটের কাছে হাত ধোবার জন্য পানি, সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার রাখা আছে। মাস্ক বিহিন কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যাদের মাস্ক নেই তাদেরকে কলেজের পক্ষ হতে মাস্ক দেওয়া হচ্ছে। সরকারী নির্দেশনা মোতাবেক কক্ষ পরিস্কার-পরিচ্ছন্ন করে বেঞ্চ সাজানো হয়েছে। কেন্দ্র সচিব বিবেকানন্দ মোহন্ত জানান, বৈশিক করোনা মহামারির মধ্যে পরীক্ষা গ্রহনের লক্ষে সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মোতাবেক প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫০২ জন। অংশগ্রহণ করছে ৪৩৩ জন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, করোনা মহামারির মধ্যে প্রথম পাবলিক পরীক্ষা হিসেবে সরকারের দেয়া সকল নিয়ম অনুসরন করা হচ্ছে। সেইসাথে শিক্ষার্থী এবং অভিভাবকদের অধিকতর সচেতন করতে সমস্ত উপজেলায় মাইকিং করা হয়েছে।

Post a Comment

0 Comments