বিজ্ঞাপন দিন

নীলফামারীর কিশোরগঞ্জে কোভিট-১৯ টিকা কার্যক্রম উদ্বোধন

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কোভিট-১৯ টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রথমে নার্স সানজিদা বেগমকে টিকা দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের শুভ সুচনা হয়। পরে অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আঃ গনি কোভিট -১৯ টিকা নেন। প্রথম দিন ৪০ জনকে এ টিকা প্রদান করা হয়। প্রথম পর্যায় প্রায় ৪ হাজার ২ শ’ ৫০ জনকে এ টিকা প্রদান করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানান গেছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল আলম স্বপন, প্রেসক্লাবের আহ্বায়ক আবু হাসান শেখ (হাসান তনা) প্রমুখ।#

Post a Comment

0 Comments