রবিউল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃতরুণ কবি ও রংপুর কারমাইকেল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান সোহেল এর লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক 'জলঢাকার যুদ্ধস্মৃতি' বইয়ের মোড়ক উন্মোচন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ মুক্তমঞ্চ অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় এই গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের প্রমূখ। উপস্থিত সকলে নবীন এই কবির কাব্যগ্রন্থের শুভ কামনা জানান। কবি হাসান সোহেল বলেন,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মৃতিময় এই দিনে এতো সুন্দর অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করার সুযোগ করে দেওয়ায় আমি আনন্দিত। জলঢাকার মুক্তিযোদ্ধাদের নিয়ে আমার লেখা এই কাব্যগ্রন্থ। আমি মুক্তিযোদ্ধাদের স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এ গ্রন্থে ১২ জন গর্বিত মুক্তি যোদ্ধাদের নাম স্থান পেয়েছে। বেহুলা বাংলা প্রকাশনী কর্তৃক প্রকাশিত কাব্যগ্রন্থ জলঢাকার যুদ্ধস্মৃতি পাওয়া যাচ্ছে বইমেলার ৫২০, ৫২১ ও ৫২২ নম্বর স্টলে। বইটি আরো পাওয়া যাবে জলঢাকা সিদ্দিকীয়া লাইব্রেরিতে। আপনারা লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করে পড়তে পারেন।
0 Comments