বিজ্ঞাপন দিন

জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস পালন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এক আলোচনা  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, শো প্রকল্প ২ এর উপজেলা টেকনিক্যাল অফিসার জেন্ডার ইকুয়ালিটি পরিমল রায় ও জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার বদিউল আলম প্রমুখ। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। সভায় বক্তারা  নারী নির্যাতন ও হয়রানি রোধে সচেতনতামূলক কাার্যক্রম জোড়দার করার আহবান জানান। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, শো প্রকল্প ২ ও জানো প্রকল্পের সহযোগিতায়    উপজেলা প্রশাসন ও মহিলা  বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments