বিজ্ঞাপন দিন

জলঢাকায় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও হিন্দু গ্রামে লুটপাট, হামলা, নারীশ্লীলতাহানীসহ মন্দির প্রতিমা ভাঙচুরের ঘটনার প্রতিবাদে নীলফামারীর জলঢাকা উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ মার্চ) বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি লিটন কর্মকারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাহ উদ্দিন কাদের, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক অবিনাশ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সম্পাদক নিরঞ্জন রায় রঞ্জু, স্বাত্বিক পুজা আন্দোলনের সভাপতি নির্মলেন্দু রায়, ব্যারিষ্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন সনাতন সম্প্রীতি সংঘের সভাপতি রনজিৎ কুমার রায়, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি গৌতম রায়, জেলা মৎস্যজীবি লীগ নেতা কুলো চন্দ্র রায়, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি জ্যোতিষ রায়, সম্পাদক সুমন সরকার উপজেলা সহ-সভাপতি লালবাবু, পুজা উদযাপন পরিষদের নেতা উদয় শংকর মোহন্ত, উপজেলা মহিলা ঐক্য পরিষদেরসাংগঠনিক সম্পাদক অঞ্জলি রানী রায় ও নিয়তি রানী রায় প্রমুখ। এসময় বক্তারা শান্তিপ্রিয় বাংলাদেশে সম্প্রীতি নষ্টকারী উগ্রবাদী গোষ্ঠীকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান।

Post a Comment

0 Comments