মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ১৭ মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চ গুরুত্বপূর্ণ এই ৩ দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক প্রমুখ।এসময় ইউএনও তার বক্তব্যে বলেন, এ বছরটি আমাদের সবার জন্যে একটি গুরুত্বপূর্ণ বছর। তাই ২৫ মার্চ ছাড়া বাকি দিবসগুলো জাঁকজমকভাবে উদযাপন করা হবে। এজন্য প্রতিটি সরকারি প্রতিষ্ঠানগুলোকে আলোকসজ্জা করা হবে। স্বাস্থ্যবিধি মেনে এ দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 Comments