মর্তুজা ইসলাম : স্বাধীনতার সুর্বণজয়ন্তীর দিনে স্বাধীনতা বিরোধী অপশক্তি কর্তৃক দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে নীলফামারীর জলঢাকা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। আজ শনিবার (২৭ মার্চ) বিকালে পৌর শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদেরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্যে রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মকসুদার রহমান লেলিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাহউদ্দিন কাদের, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল কবির মুকুল, যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ, যুবলীগ নেতা হাচানুর রহমান চৌধুরী রাজীব, শাহান কবীর শাহিনুর, খাজা আনজির, খাদেমুল ইসলাম ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবু ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি নলনী বিশ্বাস জয় প্রমুখ। সভায় বক্তারা দেশের বিভিন্নস্থানে স্বাধীনতা বিরোধী অপশক্তির হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টিকারীদের গ্রেফতার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
0 Comments