বিজ্ঞাপন দিন

জলঢাকায় ১০ টাকা চাল বিতরণে অনিয়ম ও ওজনে কম দেয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শাহজাহান কবির লেলিন,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ১০ টাকা কেজি দামের চাল বিতরণের অনিয়ম ও ওজনে কম দেয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। মঙ্গলবার দুপুরে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় পরিচালিত হতদরিদ্রের জন্য স্বল্পমূল্যে খাদ্য শস্য কেন্দ্রের বালাগ্রাম বাজার আব্দুল জলিল ডিলারের বিতরণে অনিয়ম ও রেজিস্ট্রার মেইনটেইন না করায় ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও। অন্যদিকে গতকাল সোমবার একই আইনে শৌলমারী ডাকালীগঞ্জ বাজারের রফিকুল ইসলাম নামে এক ডিলারের সুবিধা ভোগীদের ওজনে চাল কম দেয়ায় তাকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন,"শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ''- এই শ্লোগানকে সামনে নিয়ে করোনাকালীন দুঃসময়ে অসহায় মানুষদের মাঝে চাল বিতরণ করা অব্যাহত রয়েছে। এ চাল নিয়ে কেউ যদি অনিয়ম করে আমরা কাউকে ছাড় দিবো না।

Post a Comment

0 Comments