বিজ্ঞাপন দিন

অন্ধকার. কলমে, জাহান আহমেদ!

 


অন্ধকার.


কলমে,
জাহান আহমেদ!

আমাকে খুঁজে পাওয়ার জিদে,
হটকারিতায় ডুবে যাচ্ছো অনায়াসে অতলও গহ্বরে!
সাতো জনম ধরে শুধুই আমাকে খুঁজতে ব্যায় করছো তোমার সারা যবানীযিকা,

অথচ,
তুমি আজও জানতে পারলে না -
আমি কবিই,
শব্দের সংগ্রহ করতেই বার বার হারিয়ে যাই আমি,
হারিয়ে যাই বার্মিংহাম প্যালেসে,
কখনো হারাই ভ্যাটিক্যান সিটিতে কখনো মিসিসিপি, প্যারিসের ধুলোয়-কখনো বা মার্ক টুইনের স্বামাধীতে!
আমাকে খুঁজে পাওয়া অত-সহজ নয়!
যেমন সহজ নয়!
ভালোবেসে প্রথম প্রেমিকাকে ভুলে যাওয়া!


আমাকে খুঁজে পাওয়ার জিদ ধরে নিজেকে নষ্ট করার কোন মানেই হয় না!
সময় পেরিয়ে যাবে, মৃত্যু কাছে আসবে,গাঁয়ের রঙ বিবর্ণ হয়ে যাবে,
চুলে ধরবে জট,হারাবে দন্ত্য,জড়োসড়ো হয়ে যাবে দেহে জড়িয়ে থাকা চামড়া,ভাজ লেগে যাবে শরীরে!
আমাকে আর খুঁজে পাওয়া হবে না!

তুমি জানো না,
আমি এক উন্মাদ গায়ক,
শহরের চুরি যাওয়া আলোতে গেয়ে বেড়াই জ্যাকশনের সুরেলা কণ্ঠের গান,
তুমি জানো না,
ল্যাম্বপোষ্টের নিভে যাওয়া আধো আলোয় দেখতে পেয়ে আমায় ধরে নিয়ে যাওয়া বাবু -সাহেবদের ছঁক বাঁধানো জলসাঘরে"
যেখানে পরিপূর্ণ আলোকসজ্জায় সাজানো হয়েছে মানুষের বিকৃত মস্তিষ্ক,
যেখানে নর্তকীর দেহের নগ্নতা মুল্যবান,
 
সেখানে,
আমাকে গাইতে বলা হয়,
আমি গাই ভিষণ প্রশান্তি নিয়ে গাই,
মাতাল করে দেওয়া আমার গানের সুরে,
নেচেঁ উঠে সেবিকারা-নগ্ন দেহে!
যাদের আনা হয়েছিলো সেবা করার দায়ে!
তাদের নগ্ন দেহের ঢঙে আমিও তলিয়ে যাই,
আমাকেও তারা বরণ করে বারংবার লালগালিচায়!
তাদের শরীরী গন্ধে আমি রন্ধ্রে রন্ধ্রে হারিয়ে যাই শতবার-শতরুপে!
তাদের যৌবন রসদ আমাকেও পাগল করে দেয়,
তাদের উন্মুক্ত স্তন জোড়া আমার চোখ-কে নষ্ট করে দেয় "
মন বলে আমি চুইংগামের ন্যায় এদেরও চিবিয়ে খাই "

এরা আমাকে
আমাকে নষ্ট করে দেয়,
আমি নষ্ট হয়ে যাই তাদের রুপে,
প্রভূ আমাকেও নষ্ট করে দেওয়া হয়,
আমিও হারিয়ে যাই চন্দ্রীমার-ঘোর অমানিশায়?
অন্ধকারও আমাকে খুঁজে পায় না "
তুমি কি করে পাবে বলো?

আমাকে খুঁজে পাওয়া অত-সহজ নয় নীলান্তী অত-সহজ নয়!

প্রিয় জনতা অসভ্য

Post a Comment

0 Comments