বিজ্ঞাপন দিন

নীলফামারীতে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১। এ বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মধ্য দিয়ে, ৫০ বছরে পা দিলো স্বাধীন এই বাংলাদেশ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে-সাথে সকাল ৬টায় তোপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর আগে মধ্যরাতে ১২টা এক মিনিটে নীলফামারী সরকারি কলেজের বদ্ধভূমিতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জলন, পুস্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এবং পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম। শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে নীলফামারী পৌর শহরের চৌরঙ্গীর মোড় স্বাধীনতার স্মৃতিস্তম্ভ স্মৃতি অম্লানে মহান শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধারা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ, পৌরসভা, সদর উপজেলা পরিষদ, জাতীয় পার্টি ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ০৮টায় নীলফামারী বড়মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার মোখলেছুর রহমান। এসময় পুলিশ, আনসার ও ভিডিপি, জেল পুলিশ, গার্লস ইন স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন। এ ছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপনের লক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তবে করোনাভাইরাসের প্রভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে করা হয়েছে এসব আয়োজন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধারাসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নীলফামারী জেলা ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের আয়োজনে সার্কিট হাউজ সংলগ্ন জেলা অফিস কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো অফিস কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হন। আলোচনা সভায় জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সন্তান সফিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার(অবঃ) বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আশরাফ আলী, রংপুর বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক খোরশেদ আলম খুশি, কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক কৃষ্ণ কান্তি সিংহ রায়, পঞ্চগড় জেলা সভাপতি শেখ মোঃ হাবিবুর রহমান ও নীলফামারী জেলা সহসভাপতি তছের আলী, আনোয়ার হোসেন শাহ ফকির, সাধারন সম্পাদক সৈয়দ আলী, সাংগাঠনিক সম্পাদক কবীর হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, সদর উপজেলা সভাপতি গোলাম সারোয়ার লেবু, এবং ছয় উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদকগনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments