বিজ্ঞাপন দিন

জলঢাকায় কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে ২০২০--২১ অর্থ বছরের খরিপ ১ মৌসুমে প্রনোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কৃষি অফিসার শাহাদাত হোসেন, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না ও আহসান হাবীব প্রমুখ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদাত হোসেন জানান, বর্তমান কৃষিবান্ধব সরকার দেশের কৃষকদেরকে স্বল্প সেচের আউশ ধান চাষে উৎসাহ প্রদান করতে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২ শত কৃষককে ৫ কেজি আউশ ধান বীজ ও ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।            

Post a Comment

0 Comments