বিজ্ঞাপন দিন

জলঢাকায় ঘুঘুমারী কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন



রবিউল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃসারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকা উপজেলার ঘুঘুমারী কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। একই সাথে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। সোমবার সকালে শিমুলবাড়ী ইউনিয়নের ঘুঘুমারী কমিউনিটি ক্লিনিক হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিএইচসিএফ সাহাবুল আলম,নারী উদ্যােক্তা শিরিন আক্তার আশা,স্থানীয় ইউপি সদস্য সহ ক্লিনিকের সকল কর্মকর্তাবৃন্দ প্রমুখ। উল্লেখ্য,কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৬ সালে একনেক সভায় অনুমোদন পায়। পরে ১৯৯৮ সালে কমিউনিটি ক্লিনিক প্যাকেজ বাস্তবায়নের জন্য কার্যক্রম শুরু হয়। যার ফলশ্রুতিতে ২০০০ সালের ২৬ এপ্রিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ততৎকালীন ক্ষমতায় থাকাকালীন সময়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। এ উদ্বোধনের মধ্য দিয়ে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু হয়। বর্তমানে বাংলাদেশে সাড়ে ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক আছে। এসব ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। 

Post a Comment

0 Comments