বিজ্ঞাপন দিন

জলঢাকায় তথ্য আপার উদ্যোগে উঠান বৈঠক

রবিউল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (পর্যায়-২) এর আওতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা তথ্য আপার উদ্যেগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ দেশীবাই হাজীপাড়ায় ৫০ জন গ্রামীণ নারীদের সাথে এ উঠান বৈঠক হয়েছে। এ উঠান বৈঠকে উপজেলা তথ্য কেন্দ্রের সহকারী কর্মকর্তা রেজিনা মোবাশ্বেরা এর সভাপতিত্বে রিসোর্স পার্সোন হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার চঞ্চল কুমার ভৌমিক। সময় উপস্থিত ছিলেন উপজেলা জানো প্রকল্পের ম্যানেজার বদিউল ইসলাম ও জানো প্রকল্পের ফিল্ড অফিসার জনাব ম্যানোকা রানীসহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমূখ। উপজেলা তথ্য কেন্দ্রের সকল কার্যক্রম ও ই-কমার্স বিষয়ে আলোচনা করেছে। এ উঠান বৈঠক অনুষ্ঠানে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায়শীর্ষক প্রকল্পের প্রজেক্টরের মাধ্যমে সচেতনমুলক বিভিন্ন ভিডিও প্রদর্শনী করা হয়। এভাবে উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামে শিশু ও নারী অধিকার শিশু ও নারী নির্যাতনরোধ, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার সমতা, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, পরিস্কার পরিচ্ছন্নতা, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু অধিকার, নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমূহ, পরিবেশ সুরক্ষা,দুর্যোগকালীন নারী শিশুর সচেতনতা ও ডিজিটাল সেবা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।

Post a Comment

0 Comments