বিজ্ঞাপন দিন

জলঢাকায় ১মদিনে ১৬৮ জনের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ  নীলফামারীর জলঢাকা উপজেলায়  করোনা টিকার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। ১ম দিনে ১ শত ৬৮ জন নারীপুরুষ টিকা গ্রহণ করেন। এদিন ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম,   উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলামসহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, শিক্ষক, সাংবাদিক ও সাধারন মানুষ টিকার ২য় ডোজ ভ্যাকসিন গ্রহন করে। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর জানান, ২য় ডোজের পাশাপাশি ১ম ডোজ টিকাদান কার্যক্রম জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যাহত আছে। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) পর্যন্ত ১ম ডোজ নিয়েছে ১২ হাজার ৭শত ৮২ জন। ২য় ডোজ পেয়েছি ৫ হাজার ৫ শত ৫০ টি। ১  এসময় তিনি আরো বলেন ২য় ডোজ টিকা নেওয়ার ২ সপ্তাহ থেকে ৩ সপ্তাহের মধ্যে শরীরে করোনা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তাই তিনি সকলকে ভ্যাকসিন গ্রহণ করার আহবান জানান।        

Post a Comment

0 Comments