বিজ্ঞাপন দিন

ডোমারে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন



রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে উক্ত নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম,সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার,ডিমলা সার্কেল) জয়ব্রত পাল, ওসি মোস্তাফিজার রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, পৌর কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সমশের আলী, বীর মুক্তিযোদ্ধা অনীল চন্দ্র, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান সুমন, প্রধান শিক্ষক রবিউল আলম, সহ প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম প্রমূখ উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments