বিজ্ঞাপন দিন

জলঢাকায় প্রায় ৪ কোটি টাকা পাচ্ছেন ৮১ হাজার পরিবার



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ৩ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ৬৫০ টাকা পাচ্ছেন ৮১ হাজার ৭৭ টি পরিবার।  ৪৫০ টাকা করে পাচ্ছে প্রতি পরিবার। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়,২০২০-২১ অর্থবছরে ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র ব্যক্তির পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় এবারে এ উপজেলায় ৮১ হাজার ৭৭ টি কার্ডের বিপরীতে কার্ড প্রতি ৪৫০ টাকা করে মোট ৩ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ৬৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদের আগেই এ টাকা হাতে পাবেন ভিজিএফ এর উপকারভোগীরা। এর মধ্যে জলঢাকা পৌরসভায় ৩ হাজার ৮১ পরিবারে ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা,কৈমারী ইউনিয়নে ১০ হাজার ৫৫৯ পরিবারে ৪৭ লাখ ৫১ হাজার ৫৫০ টাকা,শৌলমারী ইউনিয়নে ৬ হাজার ৭১৩ পরিবারে ৩০ লাখ ২০ হাজার ৮৫০ টাকা,ডাউয়াবাড়ী ইউনিয়নে ৩ হাজার ৭২০ পরিবারে ১৬ লাখ ৭৪ হাজার টাকা,বালাগ্রাম ইউনিয়নে ৭ হাজার ৫৭৭ পরিবারে ৩৪ লাখ ৯ হাজার ৬৫০ টাকা, গোলমুন্ডা ইউনিয়নে ৭ হাজার ১৭৬ পরিবারে ৩২ লাখ ২৯ হাজার ২০০ টাকা,গোলনা ইউনিয়নে ৬ হাজার ৯৫২ পরিবারে ৩১ লাখ ২৮ হাজার ৪০০ টাকা,মীরগঞ্জ ইউনিয়নে ৬ হাজার ৯১৩ পরিবারে ৩১ লাখ ১০ হাজার ৮৫০ টাকা,কাঁঠালী ইউনিয়নে ৬ হাজার ৬৮৩ পরিবারে ৩০ লাখ ৭ হাজার ৩৫০ টাকা,শিমুলবাড়ী ইউনিয়নে ৬ হাজার ৪৪২ পরিবারে ২৮ লাখ ৯৮ হাজার ৯০০ টাকা,ধর্মপাল ইউনিয়নে ৬ হাজার ৩৭৫ পরিবারে ২৮ লাখ ৬৮ হাজার ৭৫০ টাকা এবং খুটামারা ইউনিয়নে ৮ হাজার ৮৮৬ পরিবারে ৩৯ লাখ ৯৮ হাজার ৭০০ টাকা প্রদান করা হবে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক বলেন,‘‘ এখনও তালিকা জমা হয়নি,তালিকা জমা হলে ঈদের আগেই উপকারভোগিরা তাদের নামে বরাদ্দকৃত ৪৫০ টাকা করে পাবেন।’’


Post a Comment

0 Comments