বিজ্ঞাপন দিন

জলঢাকায় সল্প মূল্যে হতদরিদ্রদের মাঝে চাউল বিক্রি



এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধিঃ"শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ " এ বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে চাউল বিক্রি করা হয়। ২৭শে এপ্রিল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কৈমারী ইউনিয়নের কান্তেশ্বর খলানে ও কৈমারী বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্প মূূল্যে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাউল বিক্রি করছেন ডিলাররা।কৈমারী কান্তেশ্বর খলানে ডিলার রণজিৎ কুমার রায় ও আতোয়ার হোসেনসহ আরও অনেকে সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ চাউল ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে হতদরিদ্রদের মাঝে বিক্রি করছেন।

এ সময় ডিলার রণজিৎ কুমার রায় বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত আমি হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে ১০টাকা কেজি দরে চাউল বিক্রির জন্য অপেক্ষা করি। যেন সাধারণ হতদরিদ্রের কোন অসুবিধা না হয়। চাউল পেয়ে তারা যেমন খুশি তেমনি সঠিক সময়ে চাউল বিক্রি করে আমিও আনন্দ পাই। ডিলার আতোয়ার হোসেন, রণজিৎ কুমার রায়,শিমুলবাড়ী ইউনিয়নের ডিলার সুনিল চন্দ্র রায়সহ অনেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ভূয়ষী প্রশংসা করে বলেন, সরকার গরীব ও হতদরিদ্রদের জন্য ১০টাকা কেজি দরে ৩০কেজি চাউল দিচ্ছে। স্বল্প মূল্যে এ চাউল পেয়ে গরীব ও হতদরিদ্ররা যেমন আনন্দ পায় তেমনি এ আনন্দের অংশীদার সরকার। 

Post a Comment

0 Comments