সে নীলান্তী ........১২/১০/২০১৯
জাহান আহমেদ
কেমন আছে?
বোকা মেয়ে টা?
অল্পই যে কেঁদে ভাসাতো আমাকে!
কেমন আছে আমার সেই পাগলী মেয়ে টা?
গা ঘেঁষে বসেছিলাম বলে,
সোজা বাবার কাছে নালিশ ঠুকে দিতো যে!
সে-কি আজ ভালো আছে?
আমাকে কি তার এখন আর মনেই পড়ে না একদম?
নাকি ছলনা করে ভুলে থাকা!
আচ্ছা মেয়েটি কি এখনো বায়না ধরে,
আমার হাতটি ধরো,ছেড়ে দিওনা, আমার ভয় করছে,বাসার চৌকাঠ মাড়িয়েই দিয়ে এসো আমায়?
মেয়েটা কি এখনও ঠোঁট ভর্তি লাল লিপস্টিক দেয়,
সে-কি এখনো খোঁপায় ওয়ারদুন গুঁজে,
ওরিয়েন্টাল পপি হাতে নিয়ে অপেক্ষা করে এখনও?
সস্তার কাচের চুড়ি,পড়নে সাদাসিধা নৈতিকতার সাজঁ থাকে কি এখনও ওর দেহ জুড়ে?
সে-কি এখনও অসম্ভব ভালোবাসি কথাটা উচ্চারণ করে?
নীলান্তী বলে ডাকলে সে-কি এখনও সাড়াঁ দেয়?
বলে উঠে কি জাহান এইতো আমি আছি তোমাতে?
তার নির্লিপ্ত চোখের চাহনীতে এখনোও কি জাহান ধরা দেয়?
নাকি তার অবউষ্ণ বুকে অন্য কেউ লালা ফ্যালে এখন?
এখন কি সে-আদ্রতাশূন্য, হরহামেশাই নগ্ন হয়ে যায়
যন্ত্রণা নামক বন্ধকির নিকট!
নাকি সে প্রেমের সভ্যতায় ডুবে আছে?
সে-কি আজও আমাকেই খুঁজে তার জীবন পান্থশালায়??
0 Comments