বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "মাস্ক পড়ুন সুস্থ থাকুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে  নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা মহামারী প্রতিরোধে জন সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ মে) দুপুরে উপজেলার জিরোপয়েন্ট মোড়ে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ শাখাওয়াত হোসেন শাহিন, কমিশনার মন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার, উপজেলা ভ্যাকসিন এক্সপার্ট রাশেদুল ইসলাম ও সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ হাসান খান, এসময় বক্তারা পার্শ্ববর্তী দেশ ভারতের করোনা পরিস্থিতি তুলে ধরে সকলকে মাস্ক পড়ে বাড়ির বাইরে বের হওয়ার কথা বলেন। এছাড়াও প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে জনসাধারণকে আহবান জানান। জলঢাকা পৌরসভার সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই ক্যাম্পেইনের আয়োজন করে। উদ্বোধনী দিনে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫ শতাধিক পথচারীর মাঝে মাস্ক বিতরন করা হয়।                                                                 

Post a Comment

0 Comments