বিজ্ঞাপন দিন

জলঢাকায় ১লক্ষ ৫০হাজার শিশুকে কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট সেবনের উদ্বোধন

 


আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় ১লক্ষ ৫০হাজার অপ্রাপ্ত শিশুদের কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট সেবনের লক্ষমাত্রা নিয়ে উদ্বোধন হল জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। 

রোববার দুপুরে পৌরশহরে বগুলাগাড়ী কমিউনিটি ক্লিনিকে প্রথম ৮১জন শিশুদের কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট সেবনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আয় ছেলেরা আয় মেয়েরা, চল ছুটে যাই, কমিউনিটি ক্লিনিক থেকে কৃমির ঔষধ খাই”। জানা যায়, ৫ থেকে ১৬ বছরের শিশুদের মাঝে এসব ট্যাবলেট সেবন করানো হবে। এ বিষয়ে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর বলেন, এবারে উপজেলাটিতে লক্ষ্য মাত্রা এক লক্ষ ৩৩ হাজার শিক্ষার্থীদের মাঝে কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করানো হবে। 

এ ছাড়াও ঝড়ে পড়া শিশুদেরও এ কর্মসুচির আওতায় আনা হবে। 

সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ শিশুই থাকছে আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, করোনা কালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কমিউনিটি ক্লিনিকগুলোতে ১৬ থেকে ২০ মে পর্যন্ত শিশুদের এসব ট্যাবলেট সেবন করাবেন। 


Post a Comment

0 Comments