মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা (অনুর্ধ ১৭) ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান, রবিউল ইসলাম লিপন, তোজাম্মেল হোসাইন, অধ্যক্ষ আবেদ আলী, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, যুবলীগ নেতা হাছানুর রহমান রাজীব চৌধুরী, রেফারি আফিজার রহমান, দীলিপ কুমার রায়, মুকুল হোসেন, ধনঞ্জয় রায়, নাজমুল হোসেন সুমন, শিক্ষক শরিফুল ইসলাম লাবলু প্রমুখ। এসময় তিনি জানান, ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন ফুটবল দল নিয়ে ২৮মে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। খেলাটি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এসময় তিনি টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্টটি ২জুন ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে।#
0 Comments