বিজ্ঞাপন দিন

জলঢাকায় জাতীয় পার্টির ইফতার মাহফিলে ইফতারি উধাও



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় জাতীয় পার্টির  ইফতার মাহফিলে অংশগ্রহণকারীদের মাঝে ইফতারি বিতরণের আগেই ইফতারি উধাও হওয়ার ঘটনায় নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে এনিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এঘটনাটি ঘটেছে সোমবার শেষ বিকেলে পৌরসভার কলেজ মোড়ের একটি মিল চাতালে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলা ও পৌর জাতীয় পার্টি সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথ তার গঠনমূলক  বক্তব্য শেষ করে অংশগ্রহণকারী সকলকে ইফতারি খাওয়ার আহবান জানিয়ে চলে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে বসে থেকেও সভাস্থলে ইফতারি না পৌছায় এটিকে কেন্দ্র করে চেয়ার ছুড়াছুঁড়ি উত্তেজনার একপর্যায়ে হাতাহাতিতে রুপ নেয় নেতাকর্মীদের মাঝে। এদিকে ইফতারির সময় পেরিয়ে গেলেও ইফতারি জোটেনি কারও ভাগ্যে। ফলে নিরাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে ইফতার পার্টতে অংশগ্রহণকারীদের। এবিষয়ে আয়োজনকারীদের সাথে কথা হলে একে অপরের দোষ দিয়ে চলে যান নেতারা।

Post a Comment

0 Comments